যীশু গুরুর বাংলা ভজন |
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে
যীশু এসেছে সঙ্গীতপ্রেমী এসেছে
ভালোবাসার ধর্মকে তো ছড়িয়ে দিয়েছে
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে
প্রেম য়ে ওড়ে যায় না দেখা যায় য়ে
প্রেম তো শিখেছি পিতার ধামেতে
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে
দরজা খোলো না চোখ তোলো না,
যীশু এসেছে বরণ করো না
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে
পিতা স্বপ্ন দিয়েছে মনে রং দিয়েছে,
মনের কথা বলার জন্য বন্ধু দিয়েছে
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে
সাপের থেকে মোদের চতুর হতেই হবে,
কভু তরের মতো মন বানাতে হবে
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে
চোখের জল আর ফেলোনা তোমরা
যীশুর নামে আছে উদ্ধারের রাস্তা
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে
দরজা খোলো না চোখ তোলো না,
যীশু এসেছে বরণ করো না
ওরে ভাই যীশু এসেছে দ্বারে দ্বারে