দুই হাতে বাজিয়ে তালি নাচো গো সবাই
মোদের আনন্দ দেখে আসবে কত ভাই,
যীশু হলো মোদের গুরু জানি গো সবাই
মানুষের কাছে বলতে কেন গও লজ্জা পাই
দুই হাতে বাজিয়ে তালি নাচো গো সবাই
মোদের আনন্দ দেখে আসবে কত ভাই
জীবন দিল দান ওরে সাথী
পিতা যখন ডাক কেন দিস ফাঁকি,
দুই হাতে বাজিয়ে তালি নাচো গো সবাই
মোদের আনন্দ দেখে আসবে কত ভাই
আমাদের জন্য জগৎ হবেগো স্বর্গ
কি করে হবে বল থাকলে গর্ব
দুই হাতে বাজিয়ে তালি নাচো গো সবাই
মোদের আনন্দ দেখে আসবে কত ভাই
তোমার ওই আজ্ঞা শোনে তারা আর চন্দ,
আমরা শুনব পিতা হয়ে নগ্ন,
দুই হাতে বাজিয়ে তালি নাচো গো সবাই
মোদের আনন্দ দেখে আসবে কত ভাই
পিতা যে বাঁচল মোদের আছে কিছু কারণ,
ইমন এনা আসে গো আমরা সাধারণ,
দুই হাতে বাজিয়ে তালি নাচো গো সবাই
মোদের আনন্দ দেখে আসবে কত ভাই
পিতা যে দিলো মোদের দিল গানে চেতনা,
কথা দিলাম গো পিতা আমরা ভুলবো না
দুই হাতে বাজিয়ে তালি নাচো গো সবাই
মোদের আনন্দ দেখে আসবে কত ভাই