পিতা পরমেশ্বর ভজন বাংলা |
আজ আছো মানুষ রে ভাই কালকে থাকবে না,
তাই পিতা যীশু গুরু কে স্মরণ করো না
রংবে রঙের ফুল নিয়ে আর গেথ না মালা
এস যীশুর হয়ে ফেরিওয়ালা,
আজ আছো মানুষ রে ভাই কালকে থাকবে না,
তাই পিতা যীশু গুরু কে স্মরণ করো না
রূপের অহংকারে ডুবে যেওনা কেহ
পিতার হাতে তৈরি যে এই মাটির দেহ
আজ আছো মানুষ রে ভাই কালকে থাকবে না,
তাই পিতা যীশু গুরু কে স্মরণ করো না
সারা জনম ঘুরে বৃথাই করলি পরিশ্রম,
ডাকছে পিতা আয়রে বাছা নেরে একটু দম
আজ আছো মানুষ রে ভাই কালকে থাকবে না,
তাই পিতা যীশু গুরু কে স্মরণ করো না
দেখবি পিতার মন গো তোরা দেখবি পিতার গুন
গুরুর দাড়াই বিশ্ব গোটা মাচালেরে ধুম
আজ আছো মানুষ রে ভাই কালকে থাকবে না,
তাই পিতা যীশু গুরু কে স্মরণ করো না
তোমায় জ্যোতি দেবে পিতা করো বিনতি,
পিতার আশীর্বাদে আলো পেল জোনাকি,
আজ আছো মানুষ রে ভাই কালকে থাকবে না,
তাই পিতা যীশু গুরু কে স্মরণ করো না