ভুলবো না ভুলবো না ভুলবো না
পরম পিতা কে মোরা ভুলবো না
পিতার কাছে সবাই মন ভরে চাও
চাওয়ার জন্য মনে পিতা শক্তি তুমি দাও
ভুলবোনা ভুলবো না পরম পিতাকে ভুলবো না
তোমরা সবাই শিশুর মতো তৈরি কর মন
তখন হবে পিতার কাছে অমূল্য রতন
ভুলবোনা ভুলবো না পরম পিতাকে ভুলবো না
ঈশ্বরের ভাবনা নিয়ে আসে জীবনের শান্তি
পিতার কথা বলতে বলতে দূর হয়ে যায় ক্লান্তি
ভুলবোনা ভুলবো না পরম পিতাকে ভুলবো না
টাকা পয়সার লোভ লালসা মৃত্যু ডেকে আনে
কোন সন্তান কেমন হবে পিতাই তাহা জানে
ভুলবোনা ভুলবো না পরম পিতাকে ভুলবো না
পৃথিবীতে নিজের জন্য সঞ্চয় করো না
পিতার কাছে সম্পদ জমাও মরচে পড়বে না
ভুলবোনা ভুলবো না পরম পিতাকে ভুলবো না
চক্ষু হচ্ছে দেহের আলো সবাই জেনেছে
সেই আলোটি নিভিয়ে গেলে থাকব পিতার কাছেতে
ভুলবোনা ভুলবো না পরম পিতাকে ভুলবো না