তোমার আশিস চাইগো পিতা তোমার আশিস চাই ভজন হৃদয়তে লিখে রাখতে চাই

পিতা পরমেশ্বর ভজন বাংলা
পিতা পরমেশ্বর ভজন বাংলা


তোমার আশিস চাইগো পিতা তোমার আশিস চাই,

 ভজন হৃদয়তে লিখে রাখতে চাই

 মন তারার মধ্য দিয়ে রাস্তা খুঁজে পাই,

 জীবন-মৃত্যু তোমার হাতে কোনটা নিতে চাও

 তোমার আশিস চাইগো পিতা তোমার আশিস চাই


 হাবুডুবু খেয়েছিলে মাঝ দরিয়ায়

 আমার প্রেমে করো প্রেম যীশুর স্তবগান

 অনুবাদ করো তোমরা অন্তরে যখন,

 অন্য ভাষায় কার সঙ্গে করো কানেকশন 

 তোমার আশিস চাইগো পিতা তোমার আশিস চাই


 দীপাধারের ওপরে জলবে সারাক্ষণ,

 বিশ্বাসে আসবে জতি থাকবে সারাক্ষণ

 মনের কথা খুলে বল পিতার কাছেতে,

  সত্যর ধবনি বেজে উঠুক তোমার জগতে

 তোমার আশিস চাইগো পিতা তোমার আশিস চাই


 শেষ কোথায় শুরু কোথায় পিতা বলতে পারে,

 এক সেকেন্ড লাগেনা আউট হতে গেলে

 নড়াচড়া করোনা তোমরা  সময় পাবে না

 নতুন সময় এসেছে আর তো থাকবে না

 তোমার আশিস চাইগো পিতা তোমার আশিস চাই


 বায়না দিয়ে মোদের পিতা কিনে নিয়েছে,

 যিশু গুরু  এসে মোদের অফার দিয়েছে

 ভজন গানের জোয়ার তোল মনের খুশিতে অনেক কিছু যাওয়ার পথে প্রয়োজন আছে,

 তোমার আশিস চাইগো পিতা তোমার আশিস চাই

Shilpa

RIMI is the author of Pitaparmeshwar.com & Publisher. He is also a Full Time Professional Blogger.

Post a Comment (0)
Previous Post Next Post