সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন
যীশুকে গুরু বলে এখন থেকে চিনি
সুখ যদি নাই তবে বন্ধু
এসে দেখো যীশু গুরু দেখাচ্ছে জাদু
সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন
এমন কেউ নাই রে সাথী বিশ্বজগতে
সর্ব শক্তিমান পিতা বানানো তোমাকে
সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন
গাড়ি বাড়ি ধন-দৌলত বলছো যে আমার
পিতার প্রতি লাগাও মনকে দিচ্ছে গো তোমায়
সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন
ফুলের মত ফুটবে জীবন ধরো পিতার হাত
হৃদয় দিয়ে বলো পিতা তোমায় ধন্যবাদ
সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন
স্নেহ মায়া ভালোবাসা দিলে পিতা তুমি
তুমি না থাকলে জগত হত মরুভূমি
সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন
অঙ্গীকার করে তোমরা গুরুকে গেলে ভুলে
চোখের বাঁধন বাধলো দুষ্টু দাও গো পিতা খুলে
সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন