Pita Parmeshwar Bangla Bhajan |
স্বপ্ন যেমন দেখি আমি স্বপ্ন দেখে যাবো
পিতার দয়ায় সবই নতুন করে পাবো
এতদিনে ছিলাম শুধু অন্ধকারের ফোনে
পিতার দয়ায় পেলাম ফিরে পবিত্র আত্মা এই জীবন
স্বপ্ন যেমন দেখি আমি স্বপ্ন দেখে যাবো
যাদের মনে এখনো পিতা নেই কোনো বিশ্বাস
ধীরে ধীরে তারাও যেন পতি রাখে তোমার আশ্বাস
প্রিয় প্রভু যীশু গুরু তোমার প্রিয় সন্তান জানি
তাইতো আমি প্রভু যীশু কে গুরু বলে মানি
স্বপ্ন যেমন দেখি আমি স্বপ্ন দেখে যাবো
ভজন গাইব বচন করব বাইকে বাক্য শোনাবো
পিতাও প্রভু যীশুর নামে সবারই মন মানাবো
প্রভু যীশু গুরুর বাক্য দ্বারা তোমায় জেনেছি
তাইতো পিতা পবিত্র আত্মায় তোমায় চিনেছি
স্বপ্ন যেমন দেখি আমি স্বপ্ন দেখে যাবো
প্রভু যীশু কে ধন্যবাদ লাখ লাখ বার
তারি দয়ায় পেয়েছি সবাই পাপ থেকে উদ্ধার
সবাই মিলে হরতালে জানাও ধন্যবাদ
একবার সবার পূরণ হবে মনের স্বাদ
স্বপ্ন যেমন দেখি আমি স্বপ্ন দেখে যাবো