পূর্ব আকাশে পিতার সৃষ্টি সূর্য উঠেছে
যীশু কেমন মোদের কষ্ট তুলে নিয়েছে
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়
ল্যাম্প এতে তেল দিলে যেমন জ্যোতি হয়
পিতার বাক্য চলে তোমরা হও তেজোময়
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়
পিতা হলো মোদের ওগো প্রাণের প্রহরী
পিতার কাছে আসতে হলে লাগে না করি
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়
শরীরের চক্ষু দিয়ে দেখনা কিছু
বিতর চক্ষু দিয়ে তোমরা দেখো সব কিছু
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়
পিতা তুমি যেমনি চাও তেমনি করে নাও
কষ্টে দুঃখে আছে যারা তুলে নাও
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়
পিতা মোদের প্রেমের জালে জড়িয়ে ধরেছে
কত আদর দিয়ে পিতা কোলে রেখেছে
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়
পিতা মোদের পৃথিবীর লবণ করেছে
লবনের কি স্বাদ এখন সবাই জেনেছে
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়
পিতা তুমি জব্দ করে হাতটি ধরো না
সঙ্গে তুমি থাকলে পিতা ভয়তো হবে না
তোরা দেখবি যদি আয় তোরা আয়রে চলে আয়