পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো
শিশু গুরু এসে খুশিতে রাখল
কেমন করে ডাকলে পিতা আসবে ওরা বলে
এমন আশীষ দাও পিতা থাকে যেন ভালো
পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো
তুমি আর মানুষ পিতা যাচ্ছে পাপের তাহলে
যীশুকে পিতা আনলো মা মরিয়মের কোলে
পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো
হাসতে গড়া মন্দিরে পিতা বাস করে না
তোমার মনের খাতায় আছে পিতা খুলে দেখনা
পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো
দেখবি যদি চলগো তোরা দেখবি যদি চল
পিতা মোদের দিয়েছে সব দেয়নি অবুঝ মন
পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো
জীবন প্রদীপ জ্বলছে রে ভাই যীশুর নামেতে
কেন তোমরা থাকো দুঃখ-কষ্টতে
পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো
পিতা সূর্যকে সৃষ্টি করল মুখে বলিয়া
কেমন আলোর দিচ্ছে দেখো সারা দুনিয়ায়
পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো
পিতার বাক্য শুনে মোরা সোজা পথে যাই
সুরের তালে গায়ত্রী ভজন ভয়তো মোদের নাই
পিতা ফুল ফোটালো গো মোদের হাসি ফোটালো