ওরে ভাই বোন সব শোনো গো পিতার বর....
পিতামদের দিয়েছে এক এক তার অবয়ব ।
নতুন বছর নতুন দিনে চাহাত করি মনে মনে,
পিতা তোমার বাক্য প্রচার করবো মরা জনে জনে ।
ওরে ভাই বোন সব শোনো গো পিতার বর....
পিতামদের দিয়েছে এক এক তার অবয়ব ।
নববধূ আছে যেমন নতুন স্বরে নতুন সাজে,
তোমরা ওগো ভাই-বোনেরা এসো গো নতুন মন নিয়ে ।
ওরে ভাই বোন সব শোনো গো পিতার বর....
পিতামদের দিয়েছে এক এক তার অবয়ব ।
স্রোত হয়ে আসবে যখন পিতার কাছে চাহাত নিয়ে,
পিতা পূরণ করবে সব যা তুমি চেয়েছিলে ।
ওরে ভাই বোন সব শোনো গো পিতার বর....
পিতামদের দিয়েছে এক এক তার অবয়ব ।
যীশু তার রক্ত দিয়ে করেছে সবার পাপ ক্ষমা,
মূল্য যদি দিতে চাও অপরকে করো ক্ষমা ।
ওরে ভাই বোন সব শোনো গো পিতার বর....
পিতামদের দিয়েছে এক এক তার অবয়ব ।
সবাই তোরা পারবি বলে পিতা তোমাদের বাদ ছিল আগে,
তাও যদি বলিস এটা মোদের সাধ্য না যে
ওরে ভাই বোন সব শোনো গো পিতার বর....
পিতামদের দিয়েছে এক এক তার অবয়ব ।