Pita Parmeshwar Bangla Bhajan |
কত এল আদম কত এল হবা
পিতা রাখলে তুমি এই খুশির সভা
রাগারাগি ঝগড়াঝাঁটি করে হত ভোর
তোমার পরিকল্পনাতে রাখলে গো এই জড়
কত এল আদম কত এল হবা
পিতা রাখলে তুমি এই খুশির সভা
তোমার আশীর্বাদে বাঁচলো কত জুটি,
মন্দির থেকে গুরু দাঁড়ায় দিলে মোদের ছুটি
কত এল আদম কত এল হবা
পিতা রাখলে তুমি এই খুশির সভা
পিতার ভাবনাতে হলো নারী আর পুরুষ,
মানুষ যে তা বুঝলো না গো রয়েছে বেহুশ
কত এল আদম কত এল হবা
পিতা রাখলে তুমি এই খুশির সভা
তোমার ডাকে এলাম ছুটে ও মোর পিতা
যাহা-কিছু শেখাবে তুমি হব না শ্রোতা
কত এল আদম কত এল হবা
পিতা রাখলে তুমি এই খুশির সভা
বিনয় করে বলছি পিতা শোনো একটি বার
গুরুর দাড়াই আনবে তুমি সকল পরিবার
কত এল আদম কত এল হবা
পিতা রাখলে তুমি এই খুশির সভা
ভালো পথে চালাও পিতা ধরে তুমি হাত
তাই পিতা জানাই মোরা তোমায় ধন্যবাদ
কত এল আদম কত এল হবা
পিতা রাখলে তুমি এই খুশির সভা