ফুলের মত মন রাখো সর্বক্ষণ...
পিতা তোমায় ভালোবেসে দেবে গো দর্শন.......
শিশুর মত মন তৈরি করো এখন
পিতা গুরু বলবে আমার কাছে এসো প্রিয় জন
ফুলের মত মন রাখো সর্বক্ষণ...
হও মৃদুশীল হও দয়াবান
তবেই পিতা করবে তোমায় স্বর্গের মহান
ফুলের মত মন রাখো সর্বক্ষণ...
এই দুনিয়ায় কেমন নেই আপন জন
যীশু তোমার প্রিয় বন্ধু তুই জীবন
ফুলের মত মন রাখো সর্বক্ষণ...
পিতার সাথে তুমি করবে আনন্দ যখন
পিতা তোমার মনে সদা লিখবে যে বচন
ফুলের মত মন রাখো সর্বক্ষণ...
জীবন পুস্তকের কার নাম লেখা হবে
যে ব্যক্তি পিতা গুরুর দাসত্ব করবে
ফুলের মত মন রাখো সর্বক্ষণ...