দিন গড়িয়ে রাত যে হল রাত গরিয়ে দিন
যিশু গুরুর আসার সময় হয়ে গেল
পিতা তুমি আপনি মোদির বাছাধন বলে,
তবুও পিতা তোমায় গিছিলাম ভুলে
দিন গড়িয়ে রাত যে হল রাত গরিয়ে দিন
দিনতো তুষের নেয় যায় গো চলে,
এটা পিতার কাজ করার কথা গেলে কি ভুলে
দিন গড়িয়ে রাত যে হল রাত গরিয়ে দিন
প্রভু প্রভু ডাকলে তখন কিছুই হবে না,
গুরু যীশু বলবে তখন তোমায় চিনি না
দিন গড়িয়ে রাত যে হল রাত গরিয়ে দিন
দয়ার যুগ এনেছে পিতা সুযোগ কিনে নাও,
পাপ থেকে উদ্ধার হয়ে জীবন বেছে নাও
দিন গড়িয়ে রাত যে হল রাত গরিয়ে দিন
জগতে কত গুরু ছিল যে মোদের,
পাইনি আশীষ মোরা শুধু কেদেছি
দিন গড়িয়ে রাত যে হল রাত গরিয়ে দিন
তাই বলি ভাই বোন গুরু কে চেনো,
পিতার কাছে এসে সবাই মন দিয়ে শোনো
দিন গড়িয়ে রাত যে হল রাত গরিয়ে দিন