দেখনা জগতকে দেখো পিতাকে
পিতা কেমন গুরুর সাথে মহিমা করেছে
আমরা পিতার চরণে যখন দেব অঞ্জলি
পিতা তখন গুরুর সাথে নেবে কোলে তুলি
দেখনা জগতকে দেখো পিতাকে
মনকে তোমরা নির্মল আর পবিত্র করো
গুরু যিশুর সব স্বভাব কে পরিধান করো
দেখনা জগতকে দেখো পিতাকে
ওরে ভাই বোন আজ একত্রিত হও
পিতারই রাজ্যকে তার হাতে তুলে দাও
দেখনা জগতকে পিতা কে
পৃথিবীতে আমরা যখন করব অহংকার
সব চূর্ণ হবে ভেঙে চুরমার
দেখনা জগতকে দেখো পিতাকে
আমরা পিতা মাটির পুতুল নইতো কিছু আর
সবকিছু তোমার দেওয়া তোমারি নিশ্বাস
দেখনা জগতকে দেখো পিতাকে
যিশু গুরুর শূন্য ছিল পিতার কাছেতে
সূর্যের মতো জ্বলতে আছে পিতার সাথেতে
দেখনা জগতকে দেখো পিতাকে
ফুল যেমন শোভা পায় ফুল বাগানে
আমরা তেমন ফুটে থাকবো পিতার চরণে
দেখনা জগতকে দেখো পিতাকে