দেখো হায়রে দুনিয়া দেখো পিতার মহিমা
সারা জগত জুড়ে আছে কেউ তা জানে না
সূর্য চন্দ্র যেমন উঠে তোমার ইশারায়
মানুষ যেমন চলে পিতার তোমারই কৃপা
দেখো হায়রে দুনিয়া দেখো পিতার মহিমা
কাঁটার মুকুট পরলো গুরু রক্ত ঝরালো
পিতার ইচ্ছা করলো পালন হলেন বলিদান
তোমার যেমন জ্যোতি পিতা যীশুর অন্তরে
হৃদয় থেকে করছো কাজ অন্তরে
দেখো হায়রে দুনিয়া দেখো পিতার মহিমা
অন্ধকারে ছিলাম মোরা দুঃখ-কষ্ট তে
শান্তি পেয়েছি পিতা যীশুর নামেতে
রোগ-শোক চিন্তা ভাবনা করব মোরা দূর
যীশুর নামে করব হুকুম পিতা করবে দূর
দেখো হায়রে দুনিয়া দেখো পিতার মহিমা
তুমি মোদের পরমপিতা করলে আহ্বান
তেমনি করে গুরুর কাছে হলাম পরিত্রাণ
দেখো হায়রে দুনিয়া দেখো পিতার মহিমা