এলোরে এলোরে মোদের পিতা গুরু
এলোরে এলোরে এলোরে
আজকে মোদের এলো সেই নতুন খুশির দিন
'সবাই মিলে নাচছি তাই তাক ধিনা ধিন ধিন
এলোরে এলোরে মোদের পিতা গুরু
'নাম জানিনা ধাম জানিনা কত যে ভাই বোন
আজকে তুমি দিলে পিতা কত আপন জন
এএলোরে এলোরে মোদের পিতা গুরু
গুরু তুমি মোদের কত প্রেম করলে
সেই প্রেমেতে মোদের জন্য কুরুশে গেলে
এলোরে এলোরে মোদের পিতা গুরু
আগে যদি জানতাম পিতা তোমার এই স্বাদ
নিজেদের জন্য পাততাম না য়ে সর্বনাশের ফাঁদ
এলোরে এলোরে মোদের পিতা গুরু
তুমি প্রেমের পিতা তাই ডাক দিয়েছো মোদের
মোরা শিকল ভেঙে বেরিয়ে এসেছি তোমার কাছেতে
এলোরে এলোরে মোদের পিতা গুরু
যেমন কর্ম তেমন ফল লোকে একথা বলে
কিন্তু যীশু মোদের জন্য প্রান দিলে
এলোরে এলোরে মোদের পিতা গুরু