আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে আমাদের মন কেড়েছে পরম পিতা গো

 pita parmeshwar ke bhajan

আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে

আমাদের মন কেড়েছে পরম পিতা গো ও ও ও

আমাদের মন কেড়েছে পরম পিতা গো


সুখ সময় তোমায় পিতা গিয়ে ছিলাম

বন্ধু সজন নিয়ে মোরা মেতে যে ছিলাম

আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে


অন্ধ ছিলাম আমরা সবাই জগতের মোহে

এখন থেকে পিতার বাক্য গাধবো হৃদয়

আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে


ওরা আজ মোরা পেয়েছি যে যথা সর্ব

গরুর দাঁড়ায় পেলাম মোরা পিতার স্বর্গ

 আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে


পথে-ঘাটে কতো বন্ধু হয়েছে মোদের

ধন্যবাদ ধন্যবাদ যীশুর নামেতে

 আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে


মধুমাখা যীশুর নাম সবাই বলরে

ঘরে ঘরে নগরে নগরে ছড়িয়ে দাও রে

 আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে


বিশ্বের যেজন নেবে যীশুরই স্মরণ

তারাই তো পাবে ওগো অনন্ত জীবন

 আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে


 শূন্য হৃদয় পূর্ণ মোরা করেছি ওগো

 যীশুর মত আমাদের গড়ে তোলো গো 

 আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে

Shilpa

RIMI is the author of Pitaparmeshwar.com & Publisher. He is also a Full Time Professional Blogger.

Post a Comment (0)
Previous Post Next Post