![]() |
Motivational Bangla Quotes In The God |
কাজেই তুমি ভয় করো না,
আমি তোমার সঙ্গে সঙ্গে আছি;
ব্যাকুল হইও না কারন আমি তোমার ঈশ্বর|
আমি তোমাকে শক্তি
দেব ও নিশ্চয়ই সাহায্য করবো আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে
রাখব|
তোমরা যারা
ক্লান্ত ও বোঝা বই বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব|
ভয় করোনা কিংবা
নিরাশ হইও না কারণ তুমি যেখানেই যাও না
কেন তোমার ঈশ্বর সাদা প্রভু তোমার সঙ্গে থাকবে|
তোমার সমস্ত
অন্তর দিয়ে সাদা প্রভুর উপর নির্ভর কর,
তোমার নিজের বিচারবুদ্ধির উপর ভরসা করোনা.
তোমার সমস্ত চলার পথে থাকে সামনে রাখ;
তিনি তোমার সব পথ সোজা
করে দেবেন|
আমি পথ সত্য আর
জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারবেনা তোমাদের মন আর অস্থির না হয় ঈশ্বরের উপর
বিশ্বাস কর আমার উপরেও বিশ্বাস কর|
যাদের মন ভেঙ্গে
গেছে তিনি তাদের সুস্থ করেন তাদের সব ঘা তিনি বেঁধে দেন যখন তোমরা প্রার্থনা কর, তখন ইহুদিদের মত অর্থহীন কথা, বারবার বলোনা|
অজিহুদীরা মনে
করে,
বেশী কথা বললেই
ঈশ্বর তাদের পার্থনা শুনবেন তাদের মত করো,
কারণ তোমাদের পিত কাছে চাইবার আগেই তিনি জানেন
তোমাদের কি দরকার?
তোমাদের সামনে যে
আশা রয়েছে,
তার জন্য আনন্দ করো,
অনবরত প্রার্থনা
কর,
যারা দুঃখ করে
তারা ধন্য,
কারণ তারা
সান্তনা পাবে,
আমি তাদের এমন
অন্তর দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে,
আর আমি তাদের
মধ্য নতুন আত্মা দেব
আমি তাদের অন্তর
সরিয়ে দিয়ে নরম অন্তর দেব যদি কেউ পিতার
সঙ্গে যুক্ত হয়ে থাকে,
তবে সে নতুন ভাবে সৃষ্ট হবে|
তার পুরনো সব
কিছু মুছে গিয়ে,
সব নতুন হয়ে উঠেছে|
এইসব ঈশ্বর থেকেই
হয়,
আমি যা বলছি তা
এই তোমরা পবিত্র আত্মার
অধীনে চলাফেরা করো,
তা করলে,
তোমরা স্বভাবের ইচ্ছা পূরণ করবে না,
তারা ডাকবার আগেই
আমি সাড়া দেব তারা কথা বলতে না
বলতে আমি শুনবো|
আমাকে ডাকো আমি
তোমাকে উত্তর দেব,
এবং এমন মহৎ ও
এমন গোপন বিষয়ের কথা বলব যা তুমি জানো না|
সুস্থদের জন্য
ডাক্তারের দরকার নেই বরং অসুস্থদের জন্য দরকার আছে,
পাপ থেকে মন
ফেরাবার জন্য আমি ধার্মিকদের ডাকতে আসিনি,
বরং পাপীদেরই
ডাকতে এসেছি,
আমি এসেছি যেন
তারা জীবন পায়,
আর সেই জীবন যেন
পরিপূর্ণ হয়।
কিন্তু তবুও আমি
তোমার স্বাস্থ্য ফেরাবো,
এবং তোমার ঘা
ভালো করে দেব।
" হে মানুষের
সন্তান,
তুমি পায়ে ভোট দিয়ে দাড়াও আমি তোমার সঙ্গে
কথা বলব"
তোমরা কি জানো না?
তোমরা কি শোনোনি?
সাদা প্রভু যিনি চিরকাল
তাই ঈশ্বর,
যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা,
তিনি দুর্বল হন না, ক্লান্ত হন না।
তার বুদ্ধি
গভীরতা কেউ মাপতে পারে না।
তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল
বাড়িয়ে দেন।
অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় অক্লান্ত হয়
আর যুবকেরা উচুট খেয়ে পড়ে যায়,
কিন্তু যারা সাদা প্রভুর আশা রাখি তারা নতুন
শক্তি পাবে।
তারা ঈগল পাখির
মতো ডানা মেলে উঁচুতে উড়বে তারা দৌড়ালে ক্লান্ত হবে না,
তারা হাঁটলে
দুর্বল হবে না।
মানুষের পক্ষে
এটা অসম্ভব বটে,
কিন্তু ঈশ্বরের
পক্ষে অসম্ভব নয় তার পক্ষে সবই সম্ভব।
সাদা প্রভু
মঙ্গলময়,
কষ্টের সময়ের
আশ্রয়স্থান যারা তার মধ্যে আশ্রয় নেয় তিনি আর তাদের দেখাশোনা করেন।
তোমাদের জন্য
আমার পরিকল্পনার কথা আমিই জানি তা
তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়।
সেই পরিকল্পনার
মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশাপূরণ হবে,
যারা হারিয়ে
গেছে আমি তাদের খুঁজবো,
এবং যারা বিপদে
গেছে তাদের ফিরিয়ে নিয়ে আসবো।
আমি আহতদের ঘা
বেঁধে দেব,
এবং দুর্বলদের
সবল করব
গরিবেরা, তোমরা ধন্য, কারণ ঈশ্বরের
রাজ্য তোমাদেরই।
ধন্য তোমরা, যাদের এখন খিদে
আছে, কারন তোমরা তৃপ্ত
হবে যারা এখন কাঁদছো, তোমরা ধন্য, কারণ তোমরা
হাসবে।
মানুষ কেবল
রুটিতেই বাঁচে না,
কিন্তু ঈশ্বরের মুখের কথাতেই বাঁচে!
তোমরা যদি
বিশ্বাস করে প্রার্থনা কর,
তবে তোমরা যা
চাইবে তাই পাইবে।
এইজন্য আমি
তোমাদের বলছি চাও তোমাদের দেয়া হবে খোঁজ করো, পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে।
যারা চাই তারা
প্রত্যেকেই পায়, যে খোঁজ করে সে
পায়।
আর যে দরজায় ঘা
দেয় তার জন্য দরজা খোলা হয়।
তোমাদের মধ্যে
এমন বাবা কে আছেন, যে তার ছেলে রুটি
চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে সাপ দেবে, কিংবা ডিম চাইলে
বিছা দেবে?
তাহলে তোমরা মন্দ
হয়েও যদি তোমাদের ছেলেমেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো তবে যারা স্বর্গস্থ
পিতার কাছে চান তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন এটা কত না নিশ্চয়ই।
যিনি তোমাকে তৈরি
করেছেন, সেই সদা প্রভু
এখন এই কথা বলছেন তুমি ভয় করোনা, কারণ আমি তোমাকে মুক্তি করেছি।
আমি তোমার নাম
ধরে ডেকেছি, তুমি আমার তুমি
যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো।
যখন তুমি নদীর
মধ্য দিয়ে যাবে, তখন সেগুলো
তোমাকে ডুবিয়ে দেবেনা।
তুমি যখন আগুনের
মধ্যে দিয়ে যাবে, তখন তুমি পড়বে
না।
আগুনের শিখা
তোমার গায়ে লাগবে না কারন আমি তোমার
ঈশ্বর সদা প্রভু, তোমার উদ্ধারকর্তা
ইসলাইরে সেই পবিত্রজন।
আমি, আমিই আমার নিজের
জন্য তোমার অন্যায় মুছে ফেলি,
আমি তোমার পাপ আর
মনে আনবো না। যারা তোমার উপর রাগ করে তারা সকলেই তা নিশ্চয়ই লজ্জিত ও অসম্মানিত
হবে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোন চিহ্ন থাকবেনা তারা ধ্বংস হয়ে যাবে।
তোমার শত্রুদের
খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোন চিহ্ন
থাকবে না। কারন আমি সদা প্রভু, তোমার ঈশ্বর, আমি তোমার ডান হাত ধরে আছি। আর তোমাকে বলছি ভয়
করোনা আমি তোমাকে সাহায্য করবো।
মা কি তার দুধের
শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে
জন্ম দিয়েছে তার ওপর সে কি মমতা করবে না? এমনকি মা ও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনো, তোমাকে ভুলে যাব
না দেখো আমার হাতের তালুতে,
আমি তোমার নাম
খোদাই করে রেখেছি। তোমার দিকের দেয়াল চারিদিকের দেয়াল সব সময় আমার সামনে আছে।
তোমরা শক্ত হও
এবং মনে সাহস আন। তাদের দেখে তোমরা ভয় পেয়ো না কিংবা কেঁপে উঠো না কারণ তোমাদের
ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ
করবেন না।
তোমরা সদা প্রভুর
উপর আশা রাখো। মনে শক্তি আন ও সাহসে বুক বাধো আর সদা প্রভুর ওপর আশা রাখো। যদিও বা
পর্বত সরে যায়। আর পাহাড় টোলতে থাকে। তবুও তোমার জন্য আমার অটল ভালোবাসা সরে
যাবে না। কিংবা আমার শান্তির ব্যবস্থা টোলবে না। তোমার বিরুদ্ধে তৈরি করা অস্ত্র
টিকবে না। তোমাকে দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে তুমি তাদেরই দোষী
করবে।
এই হল সদা প্রভুর
দাসেদের অধিকার আর তাদের উপযুক্ত পাওনা। আমার নাম সর্বক্ষমতার অধিকারী সদা প্রভু।
আমি তোমাদের মুখে, আমার বাক্য
দিয়েছি আর আমার হাতের ছায়ায় তোমাদের ঢেকে রেখেছি তোমার উপর যার মমতা রয়েছে সেই
সদা প্রভু এই কথা বলেছেন।