পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার।
স্বর্গ থেকে যীশুর নামে দিচ্ছ পুরস্কার..!
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার।
স্বর্গ থেকে যীশুর নামে দিচ্ছ পুরস্কার..!
নাচবো মোরা গাইব মোরা হাতে দেব তালি
আনন্দেতে পিতা গুরু আশিস দেবে ঢালী..!
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার
স্বর্গ থেকে যিশুর নামে দিচ্ছো পুরস্কার..!
এ মোদের পূনের ফল নয় গো পিতা কর্মের ফল নয়
পেয়েছি আমরা যিশুর গুনে তোমার পরিচয়..!
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার
স্বর্গ থেকে যিশুর নামে দিচ্ছো পুরস্কার..!
মঙ্গলদীপ জলছে দেখ যিশুর নামেতে
পিতার দীপের শিখায় দুষ্টু জলে পুরে মরছে।
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার।
স্বর্গ থেকে যিশুর নামে দিচ্ছো পুরস্কার..!
একটু বিপদ এলে মনে ঝড় উঠে যায়
পিতা গুরুর নামে বিপদ দূরে সরে যায়..!
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার কার
স্বর্গ থেকে যিশুর নামে দিচ্ছো পুরস্কার..!
তুমি মোদের মনের মন্দির কেউ তো জানত না
গুরুকে শিকার করে দেখছি তোমার মহিমা।
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার ।
স্বর্গ থেকে যিশুর নামে দিচ্ছো পুরস্কার..!
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার।
স্বর্গ থেকে যিশুর নামে দিচ্ছো পুরস্কার..!
পিতা তোমার ছেলে মেয়ে করছে নমস্কার
স্বর্গ থেকে যিশুর নামে দিচ্ছোপুরস্কার।।।