পিতা লেখক তুমি সুরকার তুমি...!
যিশুর দারায় ধন্য জন্মভূমি...!
পিতা লেখক তুমি সুরকার তুমি যীশুর দ্বারাই ধন্য জন্মভূমি ..!
মাটি দিয়েপিতা করলে সৃষ্টি ..!
যীশুকে স্বীকার করে পেলাম তোমার শক্তি ..!
পিতা লেখক তুমি সুরকার তুমি যীশুর দ্বারা ধন্য জন্মভূমি ..!
পিতা তুমি মোদের মনের আয়না তৃষ্ণার্ত জনের জন্য করছি বায়না ..!
পিতার লেখক তুমি সুরকার তুমি যীশুর দ্বারা ধন্য জন্মভূমি ..!
জলে যেমন মাছ খেলা করে ..!
তোমার কাজের জন্য মন ছটফট করে ..!
পিতা লেখক তুমি সুরকার তুমি যীশুর দাঁড়ায় ধন্য জন্মভূমি ..!
সোনা দানার চেয়ে যিশু কত দামি ..!
পিতা তুমি সবার নয়নের মনি ..!
পিতা লেখক তুমি সুরকার তুমি ..!
যীশুর দ্বারাই ধন্য জন্মভূমি ..!
দাউদের সঙ্গে থেকে করেছো সংগীত ..!
যীশুর মতো হয়ে গাইবো খুশির গীত ..!
পিতা লেখক তুমি সুরকার তুমি ..!
যীশুর দাড়ায় ধন্য জন্ম ভুমি ..!
যীশুর তারাই ধন্য জন্মভূমি ..!
যীশুর দাঁড়ায় ধন্য জন্মভূমি ..!
যীশুর দাড়ায় ধন্য জন্মভূমি ..!
পিতা লেখক তুমি সুরকার তুমি ..!
যীশুর দ্বারা ধন্য জন্মভূমি ..!
পিতা লেখক তুমি সুরকার তুমি ..!
যীশুর দ্বারাই ধন্য জন্মভূমি ..!
মাটি দিয়ে পিতা করলে সৃষ্টি ..!
যীশুকে শিকার করে পেলাম তোমার শক্তি ..!
পিতার লেখক তুমি সুরকার তুমি ..!
যীশুর দাঁড়ায় ধন্য জন্মভূমি ..!
খুব সুন্দর পিতা পরমেশ্বর ভজন
ReplyDelete