মদের পিতা স্বর্গে বেঁধেছে এক ঘর
যীশুর নামে থাকবো সবাই কেউ হবো না পর..!
মদের পিতা স্বর্গে বেঁধেছে এক ঘর
যীশুর নামে থাকবো সবাই কেউ হবো না পর..!
বৃষ্টি যখন পড়ে পিতা মাটি হয় কাদা
পিতা গুরু কে করবো প্রচার মানবো না কোন বাঁধা..!
মদের পিতা স্বর্গে বেধেছে এক ঘর
যীশুর নামে থাকবো সবাই কেউ হবো না পর..!
যীশু গুরু পিতার কাছে ছিল যেমন শূন্য
পিতা তুমি যিশুর গুনে করলে মোদের পূর্ণ..!
মোদের পিতা স্বর্গ ধামে বেঁধেছে এক ঘর
যীশুর নামে থাকবো সবাই কেউ হবো না পর..!
বিচ যেমন কিনে এনে প্র্যাকটিক্যাল করি
তেমনই পিতার বাক্য নিয়ে সেই অনুসারে চলি..!
মোদের পিতা স্বর্গ ধামে বেঁধেছে একঘর
যীশুর নামে থাকবো সবাই কেউ হবো না পর..!
অন্ধকার থেকে গুরু এনেছে পিতার জ্যোতিতে
সেই জ্যোতিতে থাকবো যখন আসবে না কোন কষ্ট যে..!
মোদের পিতা স্বর্গ ধামে বেঁধেছে এক ঘর
যীশুর নামে থাকবো সবাই কেউ হবো না পর..!
হাসিখুশি থাকব মোরা যীশু গুরুর নামেতে
অনেক বিপদ এলোও পরে থাকব পিতা পুত্রতে..!
মদের পিতা স্বর্গ থামে বেঁধেছে এক ঘর
যীশুর নামে থাকবো সবাই কেউ হব না পর..!
যীশুর নামে থাকব সবাই কেউ হবো না পর..!
যীশুর নামে থাকব সবাই কেউ হবো না পর..!
যীশুর নামে থাকবো সবাই কেউ হবো না পর..!