জনে জনে ভরালো পিতা।
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা।
সাক্ষী তোমার শুনবো পিতা গাইবো ভজন গান গো।
তোমার বচন শুনব এমন সরল করে গো।
জনে জনে ভরালে গো পিতা।
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা।
বলি শোনো ভাই যিশুর তুলনা যে নাই।
সবার জীবন দিয়ে নিজে হল গো দাই।
অন্ধ পেল দৃষ্টি বোবা কথা কইল।
যিশুর ছোঁয়াতে পঙ্গু হেঁটে চললো।
জনে জনে ভরালে গো পিতা।
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা।
অন্ধকার কারাগারে ছিল যে মনটা ।
গুরু তুমি বাজালে গো ছুটির ঘন্টা।
সুখ ছারা আর জীবনে গো চাইনা বেশি।
সবার মুখে ঝর ছে পিতা মধুর হাসি ।
জনে জনে ভরালে গো পিতা
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা।
ধন্য জানাই পিতা তোমার আত্মার কর্ম।
আসল ছেড়ে পড়ছে মানুষ নকল স্বর্ণ
জনে জনে ভরালো গো পিতা।
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা
চিন্তা করোনা গো আর পিতা জটাবে আহার।
সদাই কর যাচ্ছা খুলবে স্বর্গের দার।
কি খাইবো কি পড়বো ভাববো কেন আর।
তাইগো পিতা দাও চেতনা তুমি যে বারবার।
জনে জনে ভরালে গো পিতা।
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা ।
তোমার সঙ্গে থাকবো দিলাম কথা।