এলোরে এলোরে এলো খুশির দিন বাংলা ভজন

  

এলোরে এলোরে এলো খুশির দিন,

            যীশু আজ মোদেরকে করল স্বাধীন।।


 ভারাকান্ত পরি শান্ত হয়ে ছিলাম মোরা, 

 চোখের জল মুছিয়ে পিতা দিল শান্তির ধারা।।


 হৃদয়ে আছেন পিতা করবো আরাধনা,

এমন জীবন খুজলে আর কোথাও পাবো না।।


 সাপের মতো চতুর হবো,  হব ভোলা ভালা,

যীশুর স্বভাব নিয়ে মরা করবো জয়ের মেলা।।


 যীশু যেমন পিতার সঙ্গে থাকতো মিলে মিশে, 

পিতা তোমার সন্তানেদের থেকো সদাই পাশে।।


 নদীর ধারে গাছগুলো সব কত তরতাজা, 

কাঙ্গাল হয়ে গুরু মোদের করলো কেমন রাজা ।।

Shilpa

RIMI is the author of Pitaparmeshwar.com & Publisher. He is also a Full Time Professional Blogger.

Post a Comment (0)
Previous Post Next Post