একদিন আসবে মনে ধরে রাকবে সরনে।
পিতার মহিমা গো তোমরা দেখবে নয়নে।
জলের সতে গেছিলাম তলে গেলরে কত ঢেউ।
এমন মানুষ ছিল না যে তুলবে মোদের কেউ।
একদিন আসবে মনে ধরে রাখবে সরনে।
পিতার মহিমা গো তোমরা দেখবে নয়নে।
কত উপহার করছে পিতা গুরুরি সঙ্গে থেকে।
এই মধুরি গান গাইছি পিতা তোমাকে সামনে রেখে।
একদিন আসবে মনে ধরে রাখবে সরনে।
পিতার মহিমা গো তোমরা দেখবে নয়নে।
ভালোবাসা যত আসা আছে গো তোমার জমা।
যত ভুল করেছো তুমি করবে পিতা ক্ষমা।
একদিন আসবে মনে ধরে রাখবে সরনে।
পিতার মহিমা গো তোমরা দেখবে নয়নে।
এদিক ওদিক ঘুরে সাথি কেন পাচ্ছো গো বেথা।
তাই মনকে সরল করে বলো পিতার সঙ্গে কথা।
একদিন আসবে মনে ধরে রাখবে সরনে।
পিতার মহিমা গো তোমরা দেখবে নয়নে।
এই জগত কে বানালো শুনবি যদি আয়।
এই পৃথিবী কে বানালো রে শুনবি যদি আয়।
সবকিছু হলোগো সৃষ্টি পিতার যোজনা।
ভাই বন্ধু দাদা কাকা কনো বুজবে না।
একদিন আসবে মনে ধরে রাখবে সরনে।
পিতার মহিমা গো তোমরা দেখবে নয়নে।
মানুষের ভরসা কোরনা আর।
যা কিছু আছে গো হবে ছারকার।
তাই পিতা বলে আছে গো সবাই তোমার।
চাও আমার যিশুর নামে যা কিছু দরকার ।
একদিন আসবে মনে ধরে রাখবে সরনে।
পিতার মহিমা গো তোমার দেখবে নয়নে।
পিতার মহিমা গো তোমার দেখবে নয়নে।