আশীষ দিল পিতা মোদের করলো পুত্রকে দান।
যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ।
আসিস দিলো পিতা মোদের করলো পুত্রকে দান।
যীশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ।
ধন্যবাদ করো তোমরা যীশুর নামে পিতাকে
পিতা আরো করবে আসিস তোমাদেরকে।
আসিস দিল পিতা মদের করলো পুত্রকে দান।
যিশু ছাড়া আমাদের নাই যে পরিএান।
কত মানুষ পরে আছে কষ্ট দুঃখ যন্ত্রণায়।
আমরা যেন পিতার কাছে রাখি বিনিত পার্থনা।
আসিস দিল পিতা মদের করল পুত্রকে দান।
যিশু ছাড়া আমাদের নাই যে পরিএান।
তোমার পুত্র যিশুকে করে যারা বদনাম ।
পিতা তুমি আনো তাদের করে গো ক্ষমা।
আসিস দিল পিতা মদের করল পুত্র কে দান।
যিশু ছাড়া আমাদের নাই যে পরিএান।
এই জীবন ছিলো নদীর মতো হয়ে দিসাহারা।
পিতা মদের যিশুকে দিয়ে করলো সাহারা।
আসিস দিল পিতা মদের করল পুত্র কে দান।
যিশু ছাড়া আমাদের নাই যে পরিএান।
যিশু ছাড়া আমাদের নাই যে পরিএান।
যিশু ছাড়া আমাদের নাই যে পরিএান।