কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে।
যীশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে।
আমরা পিতা গাইবো শুধু খুশির জয় গান।
অন্ধকারের মানুষ তখন পাবে নতুন প্রাণ।।
কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে।
যীশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে
যীশুর মতো হয়ে পিতা থাকবো আনন্দেতে।
তখন পিতা তুমি সদা থেকো সাথেতে।
কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে।
যীশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে।
নতুন নতুন জনকে পিতা এনো তোমার ভবনে।
যীশুর নামে এই চাহাত করি পিতা শুধু মনে মনে।
কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে।
যীশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে।
নতুন বছর এসেছে পিতা করব তোমার ভজনা।
যীশুর নামে জানাও তোমার নতুন নতুন যোজনা।
কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে।
যীশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে।
বিশ্বাস আর প্রত্যাশায় আমরা থাকবো ধৈর্য ধরে।
গুরু পিতার বাক্যর অলংকার রাখবো অন্তরে।
কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে।
যীশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে।